ঢাকা: ইংলিশ মিডিয়ায় জোর গুঞ্জন, বিক্রি হচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ওল্ড ট্রাফোর্ড থেকে ছুটি দেয়া হচ্ছে ফ্লাইং ডাচম্যান রবিন ভন পার্সিকেও। এই জোড়কে বিক্রি করে মাদ্রিদিস্তাদের রোষের শিকার গ্যারেথ বেলকে ফের ইংল্যান্ডে উড়িয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য ওয়েলশম্যানের অসন্তুষ্টিকে পুঁজি করতে চাইছে রেড ডেভিল বস লুইস ভন গল।
ম্যানইউ ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে বেলকে কিনতে চাইছে। স্পেনে সাম্প্রতিক সময় যিনি ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন। বিশেষত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর। তাছাড়া ড্রেসিং রুমে ক্রিশ্চিয়ানো রোনালদোদের সঙ্গে মানিয়েও নিতে পারছেন না সাবেক টটেনহাম তারকা। সেজন্য ২৫ বছর বয়সী তারকাকে আবারো ফিরিয়ে আনতে মরিয়া ইংলিশ জায়ান্টরা।
ডি মারিয়া ও পার্সি উভয়েরই সাপ্তাহিক বেতন প্রায় আড়াই লাখ পাউন্ড। ফলে তাদের বিক্রিতে বিশাল অর্থ সাশ্রয় হবে ম্যানইউয়ের। যা মেগা ট্রান্সফারে সাহায্য করবে বলে মনে করছে টিম ম্যানেজম্যান্ট। ৪৫ মিলিয়ন পাউন্ডে ডি মারিয়াকে কিনতে প্রস্তুত আছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। অন্যদিকে পার্সি ইতালিতে পাড়ি জমাতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে