লালমনিরহাট: অগ্নিকাণ্ডে দুই পরিবারের নগদ টাকাসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার গভীররাতে টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে সাদেকুল ও রবিউল ইসলামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শামিম নিউজবাংলাদেশকে বলেন, “ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই ছয়টি টিনের ঘর, নগদ টাকা, পোল্ট্রি মুরগি খামার, ছাগল ও ধানসহ প্রায় সাত লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।”
স্থানীয়রা ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে নিউজবাংলাদেশকে বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি।”
হাতীবান্ধা থানার পরিদর্শক (এস,আই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস