ঢাকা: মাদ্রিদের ভিসেন্ত ক্যালদেরন স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে পরাস্ত করে মধুর একটা প্রতিশোধ নিতে পারে বার্সেলোনা। গত বছর ন্যু ক্যাম্পে এই দলটির বিপক্ষে পয়েন্ট হারিয়েই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছিল জেরার্ডো মার্টিনোর বার্সা। কাকতালীয়ভাবে ওই দিনই শিরোপা নিশ্চিত হয়েছিল অ্যাটলেটিকোর। ডিয়াগো কস্তা-আরদা তুরনারা উৎসবরে নাচন নেচেছিল ন্যু ক্যাম্পের মাটিতেই। এবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে একটি জয় তুলে নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের হাতছানি লিওনেল মেসি-নেইমারদের সামনে। সেজন্য দরকার আর মাত্র তিনটি পয়েন্ট। অর্থাৎ, শেষ দুই রাউন্ডের একটি ম্যাচে জয়।
অ্যাটলেটিকো ও বার্সাকে এক মোহনায় মিলিয়ে দিচ্ছে তাদের ভাগ্যের লিখনও। ঠিক এক বছর আগের একই দিনে ন্যু ক্যাম্পে শিরোপা জিতেছিল ডিয়াগো সিমিওনের শিষ্যরা। এবার সেই সুযোগ পাচ্ছে কাতালনিয়ার সৈন্য-সামন্তরাও। অ্যাটলেটিকো গত বছরের ১৭ মে তারিখে উরুগুয়ান ডিফেন্ডার ডিয়াগো গডিনের এক হেডারে ন্যু ক্যাম্পে বার্সাকে ১-১ গোলে আটকে দিয়েছিল। আর ১৮ বছরের লিগ শিরোপার বন্ধ্যাত্ব ঘুচিয়েছিল। ওই ম্যাচে বার্সার হয়ে গোল করেছিলেন চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিজ সানচেজ।
সময়ের পরিক্রমায় দৃশ্যপট বদলে গেছে অনেকটাই। মাদ্রিদ ত্যাগ করেছেন ফিলিপ লুইস ও ডিয়াগো কস্তা। লাতিন আমেরিকান জোড়ের লক্ষ্য ছিল চেলসির হয়ে আরো বেশি শিরোপা জেতা। সেই লক্ষ্যে প্রথম ধাপটা লেটার মার্কে পাস হয়েছেন তারা। ব্লুজদের হয়ে ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন তারা। কিন্তু অ্যাটলেটিকো তাদের সেরা খেলোয়াড়দের বিক্রি করে শিরোপা দৌঁড় থেকে ছিটকে পড়েছে। লিগের শেষ দুই রাউন্ড বাকি থাকতে টেবিলের শীর্ষে থাকা বার্সার থেকে ১৩ পয়েন্ট দূরে তারা।
এখন আগামীকাল রোববার মাদ্রিদ জয় করতে পারলে বার্সা তাদের সম্ভাব্য ট্রেবলের পথে প্রথম ধাপটা সম্পন্ন করতে পারবে। আর মৌসুমের প্রথম শিরোপার স্বাদ পাবে। কিন্তু লক্ষ্যে পৌঁছানো যে খুব সহজ হবে না তা স্বীকার করছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। ভিসেন্ত ক্যালদেরনে নামার আগে স্প্যানিশ ডিফেন্ডার বলছেন, “এটা খুব কঠিন একটা লড়াই হতে যাচ্ছে। আমাদের একত্রিত থাকতে হবে।” তিনি আরো যোগ করেন, “শিরোপার জন্য আর অপেক্ষা বাড়াতে চাই না।” কিন্তু প্রতিপক্ষ দলের ফার্নান্দো তোরেস বলছেন, “আমরা ম্যাচটি জিতে লিগের তৃতীয় স্থান নিশ্চিত করতে চাই। কিন্তু ফুটবলে অনেক কিছুই হতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে