চট্টগ্রাম: অবৈধ বিলবোর্ড উচ্ছেদের ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে। শুধু অবৈধ বিলবোর্ড নয়, সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়ে যারা সেটা ম্যানিপুলেট করেছেন সেগুলোও উচ্ছেদ করা হবে।”
শনিবার সকালে নগর পুলিশের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মণ্ডল বলেন, “যারা অবৈধ বিলবোর্ডের ব্যবসা করছেন ১৫ দিনের মধ্যে অর্থাৎ ৩১ মে’র মধ্যে সেগুলো সরিয়ে ফেলুন। অন্যথায় ১ জুন থেকে আমরা অবৈধ বিলবোর্ড স্থাপনকারীদের বিরুদ্ধে মামলা করব।”
মেয়র জানান, বিলবোর্ড স্থাপনের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিলবোর্ড স্থাপনের অনুমোদন দেওয়া হবে। বিশেষজ্ঞরা যদি বলেন চট্টগ্রামে বিলবোর্ড স্থাপনের প্রয়োজন নেই সেক্ষেত্রে নতুন করে আর কোনও অনুমোদন দেওয়া হবে না।”
শনিবার সকাল ১০টা নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ও মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দামপাড়া ওয়াসা থেকে জিইসি, দামপাড়া থেকে টাইগারপাস, দামপাড়া থেকে কাজীর দেউড়ি এবং জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে পুলিশ এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায়।
নিউজাবাংলাদেশ.কম/এফএ