ঢাকা: টানা ক্রিকেটের কারণে আসন্ন বাংলাদেশ সিরিজে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এজন্য বাংলাদেশ সফরের টেস্ট সিরিজের দল থেকে বিরাট কোহলি, উমেশ যাদব, রবিচন্দন অশ্বিনদের বিশ্রাম দেয়ার কথা চিন্তা করছে বোর্ডটি।
তবে বিষয়টিতে সায় দিচ্ছেন না দেশটির সাবেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। বাংলাদেশে ওয়ানডে না খেললেও অন্তত টেস্ট সিরিজে অধিনায়ক কোহলিকে চাচ্ছেন ভারতীয় ক্রিকেটের প্রথম ‘লিটল জিনিয়াস’। এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, “বাংলাদেশের বিপক্ষে টেস্টে কোহলিকে দলে চাই আমি। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সে বিশ্রাম পেতে পারে। আসলে কোহলি, রবিচন্দন অশ্বিন ও উমেশ যাদবরা টানা ক্রিকেট খেলেছে। সেজন্য বিশ্রাম পাওয়াটা তাদের জন্য খুবই দরকার।”
সাবেক ভারতীয় ব্যাটসম্যান আরো যোগ করেন, “গত বছরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারত মূলত জাতীয় দলের আড়ালে ‘এ’ দল পাঠিয়েছিল। কিন্তু তারপরও সিরিজ জেতে। তবে সেটা এক বছর আগের ঘটনা। এই সময়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। সেজন্য আমাদের উচিত শক্তিশালী দল পাঠানো। আশা করব ভারত বিষয়টি মাথায় রাখবে।”
জুনের ১০-১৪ তারিখ ফতুল্লায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে সফরকারী ভারত। এরপর ১৮, ২১ ও ২৪ তারিখ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের সামনে দাঁড়াবে টিম ইন্ডিয়া।
নিউজবাংলাদেশ.কম/এফকে