মহানন্দায় উন্মুক্ত হল শেখ হাসিনা সেতু
চাঁপাইনবাবগঞ্জ: বহুল প্রতীক্ষিত দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে সেতুটি উদ্বোধনের মধ্যদিয়ে জনগণের জন্য উন্মুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী দুপুর ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে নামেন। এরপরই তিনি সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতু (শেখ হাসিনা সেতু) উদ্বোধন করতে যান। দুপুর পৌনে একটার দিকে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দুপুরের খাবার ও নামাজের বিরতির পর সেখানে তিনি আটটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে যাবেন।
শেখ হাসিনা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলায় নবনির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, স্বরূপনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার অ্যাগ্রিকালচারের (বিনা) উপকেন্দ্র এবং গোমস্তাপুরে উপজেলা ফায়ার স্টেশন উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নয়নে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কানসাট-রোহানপুর-ভোলাহাট সড়কে উন্নয়ন কাজ, পদ্মা নদীর ভাঙন থেকে জেলার আলাতুলি এলাকা রক্ষায় গৃহীত প্রকল্প এবং চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








