ঢাকা: সাবেক ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি লিগ আয়োজনের পক্ষে গলা চড়াচ্ছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও অসি সেনসেশন শেন ওয়ার্ন।
পরের বছর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে এই লিগের ম্যাচগুলো আয়োজন করা হবে বলে জানা গেছে। একটি অস্ট্রেলিয়ান পত্রিকার প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ব্রেট লি, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো ক্রিকেটারকে এই টুর্নামেন্টের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। প্রত্যেক ম্যাচের জন্য তাদেরকে ২৫ হাজার মার্কিন ডলার করে অর্থ দেয়ার কথা চিন্তা-ভাবনা করছে আয়োজকরা।
প্রসঙ্গত, ১৫ ম্যাচের বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য ২৮ খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার জন্য শচীন ও ওয়ার্নকে দায়িত্ব দেয়া হতে পারে। আগামী বছরের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টটি পর্দা ওঠানো হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এফকে