News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৭, ১৬ মে ২০১৫
আপডেট: ১১:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

নোয়াখালীতে বাজারে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীতে বাজারে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে একটি বাজারে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নে চাপরাশিরহাট পূর্ব বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ব্যবসায়ীর মো. আব্দুল হালিম (৮২) কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের রজবআলী মিয়াজী বাড়ীর মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের মধ্যে ঘুমিয়ে পড়েন চাপরাশিরহাট বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম (৮২)। রাত তিনটার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারের একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় লোকজন। দ্রুত কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানের আগেই দ্রুত ছড়িয়ে পড়ায় একটি অফিস কক্ষসহ নাহিদ ট্রেডার্স, রকি অটোমোবাইল, সাইফুল কুল কর্নার, খোকন হেয়ার সেলুন, লিটন মাইক নামে পাঁচটি দোকান পুড়ে যায়। এসময় নাহিদ ট্রেডার্সের ভেতরে ঘুমিয়ে থাকা আব্দুল হালিম আগুনে পুড়ে মারা যান। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের একজ ফায়ারম্যান বলেন, “ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা হবে।”

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিজাম উদ্দিন বলেন, “খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর কোনো একটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, “আগুনে দোকানগুলো পুড়ে অন্তত পাঁচলাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়