ঢাকা: পশ্চিমবঙ্গের অভিনেতা রনি চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকায় বাড়ির কাছের একটি পুকুর থেকে রনি চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করা হয় ।
রনির পরিবারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্যুটিং করতে যান রনি। শ্যুটিং থেকে ফিরে বাড়ির কাছেই দুই বন্ধুর সঙ্গে একটি পুকুরে সাঁতার কাটতে যান। এর কিছুক্ষণের মধ্যে বন্ধুদের কাছ থেকে রনির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। ঘটনাস্থলে গিয়ে রনির মোবাইল ও মোটরসাইকেলটি দেখতে পান তারা।
রনি চক্রবর্তী সাঁতারে পটু ছিলেন। তাই তার মৃত্যু নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন রনি চক্রবর্তী। তিনি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল জলনূপুর এবং রাগে অনুরাগ, ওগো বধূ সুন্দরীসহ অনেক সিরিয়ালের অভিনেতা ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ