ঝিনাইদহ: জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত ও কমপক্ষে নয় জন আহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওবায়দুর রহমান (৪০) ও শৈলকুপা উপজেলার কুমিড়াদহ গ্রামের ইনতাজ আলী (৭০)। আহতদেরকে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপীনাথ কাঞ্জিলাল জানান, জেলার উপর দিয়ে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হয়। রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে বজ্রপাতে আওয়াল সরকারের ছেলে ওবায়দুর রহমান বাড়ির আঙ্গিনায় মারা যান।
শৈলকুপা উপজেলার কুমিড়াদহ মাঠ থেকে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতে ইনতাজ আলী নামে একজন মারা যান।
এ ছাড়া জেলার সদর, হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর উপজেলায় আরও নয়জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও তিনজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ