গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমীর ৩নং গেট এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত (২০) ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস আনসার ভিডিপি একাডেমির এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এসময় লেগুনাটি উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা সকলেই লেগুনার যাত্রী ছিল বলে জানা গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ