মাগুরা: মাগুরা উদীচী ও শিল্পকলা একাডেমীর মেধাবী নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক ও নাট্যকর্মী মো. বাবুল মৃধা গুরুতর অসুস্থ। জটিল ধরণের থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাবুলের শরীরে নতুন রক্ত উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শমতে মাঝে মাঝেই তাকে বাইরে থেকে রক্ত নিতে হয়। ইতোমধ্যে বাবুল ঢাকা মেডিক্যাল, পিজি ও বারডেমে চিকিৎসা নিয়ে অনেক টাকা খরচ করে শেষ সম্বল হারিয়েছেন। শারীরিক অক্ষমতার কারণে নিজের ছোট ব্যবসাটি পরিচালনা করতে না পেরে এখন আর কোনো আয় নেই। এদিকে দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু দীর্ঘদিন ঢাকায় থেকে চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ নেই তার।
বাবুলের ছাত্রছাত্রী, নাট্য সহযোদ্ধা, উদীচীর সহযোদ্ধা, প্রগতিশীল সব আন্দোলনের সহযোদ্ধা, শুভাকাংখিসহ সমাজের বিত্তবান সুহৃদয় মানুষদের কাছে তাকে বাচাঁতে আর্থিক সহযোগিতার অনুরোধ করেছেন তিনি। বাবুলের ফোন নং-০১৭১৯-৯৭৩৯২৪। তাকে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: ০১৭৪০৯২৮৭৫৭।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে