ঢাকা: অবৈধভাবে সমুদ্র পথে মানবপাচারের বিষয়ে বাংলাদেশ সরকার দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেছে খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা বিবৃতিতে বলেন, “এ ধরণের বিপজ্জনক পথে মানবপাচার রোধে ব্যর্থতার মূল দায় অভিবাসী দেশের সরকারের। এ ক্ষেত্রে বাংলাদেশ বা মিয়ানমার সরকার দায় এড়াতে পারে না। অন্য দিকে মানবিক দিক বিবেচনায় বুভুক্ষু, মুমূর্ষু মানুষদের তীরে নামতে না দিয়ে কোনো দেশ তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না।”
শুক্রবার দলটির প্রচার সম্পাদক স্বাক্ষরিত এ বিবৃতিতে আরো বলা হয়, “মানুষকে সাগরের পানিতে ডুবিয়ে মারার অধিকার কোন রাষ্ট্রের থাকতে পারে না। মানুষের বাঁচার অধিকার হচ্ছে সবচেয়ে বড় মৌলিক মানবাধিকার। অভিবাসী বৈধ না অবৈধ সে বিষয়টি আগে না ভেবে আগে অসহায় মানুষকে বাঁচাতে হবে।”
ভাসমান অনাহারী, মুমূর্ষু বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের উদ্ধার ও আশ্রয় দেয়ার জন্যে অভিবাসীদের কাছাকাছি দেশগুলোকে রাজি করাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে জরুরি ভিত্তিতে বিশেষ উদ্যোগ নেয়ারও দাবি জানান তারা।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম