ঢাকা: রাজধানীতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আব্দুর রহীম (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহতের পিতার নাম মো. সেলিম মিয়া। তার বাড়ি লক্ষ্নীপুর সদর থানার সাতচর এলাকায়।
নিহতের মামা জামাল জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রহীম গেন্ডারিয়া থানাধীন শহীদবাগ নেছারিয়া মাদরাসার সামনে জমে থাকা বৃষ্টির পানি পার হচ্ছিল। এসময় পানিতে পড়ে থাকা বৈদুতিক তারে স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, ঘটনাটি অবহিত হয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এএইচকে