সাভার: সাভারে বাদশা মিয়া (৩০) নামে এক চালককে কুপিয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার ভোরে সাভারের রেডিও কলোনির জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাদশা মিয়া জানান, ভোর ৫টার দিকে সাভার বাজার বাস্ট্যান্ডের কোরাইশী মার্কেটের সামনে থেকে জামসিং এলাকায় যাবে বলে দুই যাত্রী তার অটোরিকশায় ওঠেন। জামসিং এলাকায় পৌঁছালে অটোরিকশায় থাকা যাত্রীবেশী দুই ছিনতাইকারী চালক বাদশা মিয়াকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে তাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে অটোরিকশা, সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফই