মুন্সীগঞ্জ: পদ্মাসেতু নির্মাণকাজে ব্যয় বাড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি একথা জানান।
সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ডলারের দাম বেড়ে যাওয়ায় পদ্মাসেতু নির্মাণকাজে ২৩ দশমিক ৫ ভাগ ব্যয় বাড়বে।”
তিনি আরো বলেন, “২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে এবং ওই বছরই জনগণের জন্য এটি খুলে দেয়া হবে।”
ওবায়দুল কাদের বলেন, “ডলারের মূল্য বেড়ে যাওয়ায় নদীর তীররক্ষা বাঁধ ও ফেরিঘাটের সংযোগ সড়কের নির্মাণে ব্যয় কিছুটা বেড়েছে। তবে এতে করে এ সেতুর নির্মাণকাজে কোনো সমস্যা হবে না।”
মন্ত্রী বলেন, “এ সেতুর কাজ শিডিউল থেকে একদিনও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের থেকেই এ সেতুর কাজ পর্যবেক্ষণ করছেন। পদ্মাসেতু নির্মাণে কোনো প্রকার বিলম্বের সৃষ্টি হয়নি। ২০১৮ সালের মধ্যেই এ নির্মাণকাজ শেষ হবে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস