জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে ছোট শিশুকে কোলে নিয়ে ক্লাস করছেন মা। হঠাৎ ক্লাসের মাঝখানেই চিৎকার করে কান্না শুরু করল শিশুটি। বিব্রত মা কোনোভাবেই থামাতে পারছিলেন না তাকে।
এ অবস্থায় লজ্জিত হয়ে ওই মা যখন ক্লাস ছেড়ে যাবার প্রস্ততি নিচ্ছিলেন ঠিক তখনই এগিয়ে এলেন ক্লাস শিক্ষক অধ্যাপক সিডনি অ্যাঞ্জেলবার্গ। ৪৫ বছর বয়সী এই অধ্যাপক মায়ের কোল থেকে এত স্বাভাবিকভাবে শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন যে ওই মা ইতস্তত করার সুযোগও পাননি।
আর সবচেয়ে অবাক করা বিষয় হলো শিশুটিও কান্না ভুলে অধ্যাপকের কোলে শান্ত হয়ে গেল! ৪ সন্তানের পিতা ও ৫ জন নাতির দাদা এই অধ্যাপক তারপর ওই শিশুকে কোলে নিয়েই পুরো ক্লাসটা নিলেন। এর মাঝে একবারও ওই শিশু আর কান্না করেনি। আর পুরো ক্লাসও ছিল স্বাভাবিক, যেন কোনো বিশেষ কিছুই এখানে ঘটেনি।
এ বিষয়ে অধ্যাপক সিডনির মেয়ে লেখেন, “যে বিষয়টি বাবা দেখিয়েছেন তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে শিক্ষা কেবলমাত্র শেণ্রীকক্ষে শুষ্ক ঘটনাবলী শেখানোর উপায় নয়, এর মধ্য দিয়ে আমরা মূল্যবোধও শিখি।”
নিউজবাংলাদেশ.কম/এমএম