ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ও শৈলকুপা উপজেলার ভাটই বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার নবিনগর গ্রামের লাল চাঁদের স্ত্রী মরিয়ম বেগম (৫০), শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের জালাল উদ্দিনের ছেলে শাহিন হোসেন (৩২) ও অজ্ঞাত একজন(২৮)। আহতদের ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পু যাত্রী শাহিন হোসেন নিহত হন। এ সময় টেম্পুর পাঁচজন যাত্রী আহত হন।
এদিকে বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী নামক স্থানে মাইক্রোবাস ও নছিমন গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মরিয়ম বেগম ও অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ