News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ১৪ মে ২০১৫
আপডেট: ২৩:৫৭, ১৭ জানুয়ারি ২০২০

চীনা টিভিতে ভারতের মাথাকাটা মানচিত্র!

চীনা টিভিতে ভারতের মাথাকাটা মানচিত্র!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর উপলক্ষ্যে ভারতের খণ্ডিত মানচিত্র প্রদর্শনের মাধ্যমে চীন ভারতীয়দের অসম্মান করেছে বলে মনে করছে ভারতীয় মিডিয়া।

বৃহস্পতিবার হিন্দি পত্রিকা নবভারত টাইমস জানায়, চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে প্রচারিত প্রতিবেদনে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তাতে কাশ্মীর আর অরুণাচল অনুপস্থিত। এ ঘটনায় ভারতীয়রা মনে করছে, চীন তাদের নিয়ে তামাশা করেছে। যদিও দিল্লি এখনো এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়নি।

নবভারত টাইমস বলছে, মাথাকাটা ধরনের এই মানচিত্র ভারতের জন্য খুবই আপত্তিজনক। কারণ যেসব মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মিরকেও (আজাদ কাশ্মির)  ভারতের অংশের বাইরে দেখানো হয় তা নিয়ে দিল্লি সরকার আপত্তি জানিয়ে থাকে। আর চীনা সরকারি টিভিতে দেখানো ওই মানচিত্রে কাশ্মিরের ভারত আর পাকিস্তান অংশ অর্থাৎ পুরো কাশ্মিরই লাপাত্তা। এর সঙ্গে পাশের অরুণাচল প্রদেশকেও বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সীমান্তবর্তী অরুণাচল ও কাশ্মীরের লাদাখের কিছু কিছু এলাকাকে চীন নিজের বলে দাবি করে থাকে। এই ইস্যু নিয়ে চীন-ভারত বৈরীতা অনেক দিনের পুরনো।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়