আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ বুরুন্ডির সেনাবাহিনী ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন। পিয়েরে কুরুনজিজাকে বহনকারী বিমানটি বুরুন্ডিতে অবতরণ করতে না পেরে তানজানিয়ায় ফেরত চলে যায়।
তানজানিয়ার একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। এদিকে এই ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে, রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার সমর্থক সেনা বাহিনীর একটি অংশ রাজধানী বুজুমবুরারের নিয়ন্ত্রণ নিতে অভ্যুত্থানকারীদের সঙ্গে লড়াই করছে বলে বিবিসি জানিয়েছে।
একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে পিয়েরে কুরুনজিজা পাশের দেশ তানজানিয়া সফরকালে বুরুন্ডির সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে। সেনা অধিনায়ক জেনারেল গোডফ্রয়েড নিয়মবেয়ার বেসরকারি রেডিও স্টেশন থেকে প্রেসিডেন্টকে অপসারণের ঘোষণাও দিয়েছেন। এই ঘোষণার পর রাজধানী বুজুমবুরার রাস্তায় হাজার হাজার মানুষ উল্লাস শুরু করে বিক্ষোভ করেন।
রেডিও ঘোষণায় সেনা মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার চেষ্টা চালানোয় তাকে পদচ্যুত করা হয়েছে। অন্তবর্তী সরকার গঠনেরও ঘোষণা দিয়ে তিনি দেশটির বিমানবন্দরসহ সমস্ত সীমান্ত বন্ধের নির্দেশ দেন ।
এর আগে প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিয়ে বিক্ষোভ হয় দেশটিতে।
এদিকে বুরুন্ডির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিন্ডা থমাস গ্রীনফিল্ড বলেছেন, আমেরিকা বিষয়টি গুরুত্বে সাথে পর্যবেক্ষণ করছে। দ্রুত সহিংসতা বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি আনতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান বন্ধ রাখাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে জানান লিন্ডা থমাস গ্রীনফিল্ড।
বুধবার রাতজুড়ে সেনা সদস্যদের রাজধানী বুজুমবুরার জনশুন্য রাস্তায় টহল দিতে দেখা যায়।
নিউজবাংলাদেশ.কম/এসজে