ঢাকা: আসন্ন রমজানের আগেই সৌদি আরবে ২০ হাজার নারী শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানান।
তিনি বলেন, “সৌদি আরবের চাহিদা ৫০ হাজার নারী শ্রমিক। রোজার আগেই আমরা ২০ হাজার শ্রমিক পাঠাতে পারব। সরকার এ জন্য কাজ করে যাচ্ছে।”
মন্ত্রী জানান, এ সব শ্রমিক বিনামূল্যে যাবেন। প্রতিমাসে তারা ন্যূনতম বেতন পাবেন ৮০০ রিয়াল।
নিউজবাংলাদেশ.কম/এসএআর/কেজেএইচ