ট্রাঙ্ক থেকে নারীর লাশ উদ্ধার
ঢাকা: আশুলিয়ার কালিয়াকৈর মহাসড়কের বাড়ুইপাড়া এলাকার মহাসড়কের পাশে পড়ে থাকা ট্রাঙ্কের মধ্য থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আশুলিয়া থানার এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই জানান, হাত-পা বাঁধা ও কাঁথায় মোড়ানো অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ওই নারীর গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে পাশবিক নির্যাতন করে ট্রাঙ্কে ভরে ফেলে রেখে গেছে।
তিনি আরো জানান, ওই নারীকে অন্য কোথাও হাত-পা বেঁধে হত্যা করা হতে পারে। পরে লাশ গুমের জন্যেই ট্রাঙ্কে ভরে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই এ হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








