News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৪, ১১ মে ২০১৫
আপডেট: ১৭:১৬, ১৮ জানুয়ারি ২০২০

অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলা থেকে অপহৃত স্কুল ছাত্রী রিয়া খাতুন (৭)কে উদ্ধার করেছে পুলিশ। অপরহণের চারদিন পর সোমবার বিকেলে তাকে উদ্ধার করা হয়, একইসাথে অপহরণকারী নাছিম আহমেদ ওরফে মটরকে গ্রেফতার করা হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মেদ জানান, চারদিন আগে ৭ মে উপজেলার বেরুয়ান গ্রামের আবু তাহেরের শিশুকন্যা প্রথম শ্রেণির ছাত্রী রিয়াকে অপহরণ করে একই গ্রামের সিরাজ উদ্দিনের লম্পট ছেলে নাছিম আহম্মেদ ওরফে মটর। পরে অপহৃত শিশুর বাবার কাছে মোবাইল ফোনে দুলাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ বিষয়ে ৮ মে আটঘরিয়া থানায় নাছিমকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন শিশুর পিতা আবু তাহের।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আটঘরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) শিশির হোসেন ফোর্সসহ নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে অপহৃত শিশু স্কুল ছাত্রী রিয়াকে উদ্ধার করে। এ সময় তারা অপহরণকারী নাছিম আহম্মেদকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে অপহরণকারী নাছিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়