News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১১ মে ২০১৫
আপডেট: ১১:০৪, ১৯ জানুয়ারি ২০২০

বিমান বন্দর ও সীমান্ত চুক্তির জন্য র‌্যালি

বিমান বন্দর ও সীমান্ত চুক্তির জন্য র‌্যালি

খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও মিছিল করেছে খুলনাবাসী। মিছিলে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন।

খান জাহান আলী বিমান বন্দর প্রকল্প অনুমোদন ও ঐতিহাসিক সীমান্ত চুক্তি পাস হওয়ায় সোমবার খুলনা শহীদ হাদিস পার্কে বিশাল সমাবেশ এবং পরে আনন্দ র‌্যালি বের করা হয়। খুলনা জেলা প্রশাসন এর আয়োজন করে।

র‌্যালিতে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক  মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সহ সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন দক্ষিণাঞ্চলের উন্নয়নে আশানুরূপ অগ্রগতি পরিলক্ষিত হয়নি।  বর্তমান সরকার এ অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, এ সবের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সম্প্রতি খানজাহান আলী বিমান বন্দর প্রকল্প অনুমোদন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।  এর জন্য প্রধানমন্ত্রী একক প্রশংসার দাবিদার।  আগামীতে খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ প্রতিশ্রুতিরও দ্রুত বাস্তবায়ন ঘটবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আনন্দ র‌্যালিতে স্বতঃস্ফুর্তভাবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক সংগঠন, এনজিও, পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়