সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
ঢাকা: ৪ বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ দিয়েছেন এক মা। নিহতের নাম কাজল রাণী (৪০)।
সোমবার বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তবে এ ঘটনায় আহত বিপ্লব নামের সেই সন্তানটি আশঙ্কামুক্ত রয়েছে।
নিহতের স্বামী ফণীচন্দ্র শীল ঘটনার বর্ণনায় জানান, ৪ সন্তান ও স্ত্রীসহ বংশালের নাজিমুদ্দিন রোডের ৫০/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। বিকেলে বিপ্লব নীচে খেলতে গিয়ে ছেঁড়া একটি বৈদুত্যিক তারে পেঁচিয়ে যায়। এসময় তার চিৎকারে ওপর থেকে কাজল রাণী ছুটে গিয়ে বিপ্লবকে উদ্ধার করেন।
কিন্তু এসময় তিনি নিজেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সজ্ঞা হারিয়ে ফেলেন। পরে বিকেল ৪টায় তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসাধীন বিপ্লব সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.ডটকম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম