ঢাবিতে ৩০ ফুট উঁচু বুদ্ধ মূর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশালাকৃতির বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। ৩০ ফুট উঁচু এ বিশাল মূর্তিটি হলের মন্দিরের পাশে স্থাপন করা হয়েছে, যা পুরো হলের সৌন্দর্য বর্ধন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন ধর্মীয় আশীর্বাদক সংঘরাজ শ্রীমৎ ড. ধর্মসেন মহাস্থবির, সংঘনায়ক শ্রীমৎ শুধানন্দ মহাথের ও ধর্মীয় অন্যান্য ব্যক্তিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশাল এ মূর্তি নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক মি. স্বপন বড়ুয়া চৌধুরী।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম