চাঁদ সুলতানা পুরস্কার পেলেন ড. হালিমা খাতুন
ঢাকা: বিশিষ্ট গবেষক, ভাষা সৈনিক ড. হালিমা খাতুন শিক্ষা ও শিশু শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য চাঁদ সুলতানা পুরস্কার-২০১৪ পেয়েছেন।
বুধবার ঢাকা আহসানিয়া মিশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক হালিমা খাতুনের হাতে পুরস্কারটি তুলে দেন।
ড. হালিমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে এমএ পাস করেন। ১৯৬৮ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্দার্ন কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








