পরীক্ষককে লাঞ্ছিত করায় দুটি তদন্ত কমিটি
ঢাকা: পিরোজপুরের ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পরীক্ষককে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং বরিশাল শিক্ষা বোর্ড মঙ্গলবার তদন্ত কমিটি দুটি গঠন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী।
তিনি বলেন, উভয় কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢালী বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞার সঙ্গে কথা বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেবেনে বলে শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।
মাউশির তদন্ত কমিটির আহ্ববায়ক করা হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালককে। আর বরিশালে বোর্ড গঠিত কমিটির প্রধান করা হয়েছে ওই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল এইচএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রধান প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিন। পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম উচ্চস্বরে মোবাইলে কথা বলতে বলতে একটি পরীক্ষা কক্ষে প্রবেশ করেন।
এ সময় মোনতাজ উদ্দিন তার পরিচয় জানতে চাইলে আশ্রাফুল ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন এবং পুলিশ ডেকে তাকে হেনস্থা করেন। একইসাথে অধ্যক্ষের সহায়তায় তাকে উল্টো ক্ষমা চাইতে বাধ্য করেন। এই ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদারও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং অধ্যক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








