কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা।
লালবাগ জোনের ডিসি মফিজ উদ্দীন আহমেদ নিউজবাংলাদেশকে জানান, “যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কারারক্ষী, পুলিশ, র্যাবের পাশাপাশি এলাকায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।”
কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি।
ইতোমধ্যে (সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে) কারাগারের ভেতরে প্রবেশ করেছেন আইজি প্রিজন, কারা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুদ্দিন। এর কিছুক্ষণ পর ৭টা চার মিনিটে এডিশনাল আইজি প্রিজন বজলুল কবিরকেও কারাগারের ভেতরে প্রবশ করেতে দেখা গেছে।
নিউজবাংলাদেশ.কমে/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম