News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

ফাঁসির দণ্ড দ্রুত কার্যকর না হওয়া অযৌক্তিক: সুরঞ্জিত

ফাঁসির দণ্ড দ্রুত কার্যকর না হওয়া অযৌক্তিক: সুরঞ্জিত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে কালক্ষেপণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষোভ প্রকাশ করে আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতি বলেন, “ফাঁসির দণ্ড দ্রুত কার্যকর না হওয়া অযৌক্তিক। আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায়।”

সুরঞ্জিত বলেন, “৪৩ বছরে যাদের ক্ষমা চাওয়ার রিজনেবল টাইম হয় নাই, তারা তিন দিনে কী ক্ষমা ভিক্ষা করবে? যার ৪৩ বছরে সময় হয় না, তার ৪৩ মিনিটে হবে না, এমনকি ৪৩ হাজার বছরেও হবে না। তাই আমি সরকারকে আহ্বান জানাবো, রায় কার্যকরে যেহেতু আইনি কোন বাধা নেই তাই অবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক।”

সিটি নির্বাচনে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের কথা একেবারেই অযৌক্তিক উল্লেখ করে
সাবেক এ রেলমন্ত্রী বলেন, “কোথাও কোনো আইনে বলা নেই যে, সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আমি বিএনপিকে বলবো, অযথাই পানি ঘোলা করার অপচেষ্টা করবেন না।”

সংগঠনের উপদেষ্টা ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাজ্জাদ হোসেন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়