News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

মেহেরপুর: গাংনী উপজেলার রামনগর এলাকার মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় ড্রেজার মেশিন,পাইপ ও বালি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন বালি উত্তোলনকারীদের না পেয়ে ড্রেজার মেশিন, পাইপ ও বালি জব্দ করেন।
 
আবুল আমিন নিউজবাংলাদেশকে বলেন, “রামনগর গ্রামের বারী শেখের ছেলে গোলাম মোস্তাফা ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুস ছালাম কিছু দিন ধরে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।”

তিনি আরো বলেন, “ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে গোলাম মোস্তাফা ও আব্দুস ছালাম পালিয়ে যায়। পরে প্রায় ৫ শতাধিক ট্রলি বালি, ৫৫ পিচ পাইপ ও দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।”

জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান, ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ (এএসআই) স্বপন ও তহশিলদার বদরুল আলমের কাছে জিম্মায় দেয়া হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়