News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাইলেন ওয়াকার

খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাইলেন ওয়াকার

ঢাকা: জয়ের ধারাবাহিকতা তৈরি করতে পাকিস্তান ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন চাইলেন দলটির প্রধান কোচ ওয়াকার ইউনিস। সাবেক পাকিস্তানি বোলার এটা স্পষ্ট করেছেন যে, খেলোয়াড়দের অখেলোয়াড়সূলভ আচরণে কোন ছাড় দেবেন না তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়াকার ঘোষণা করেন, “আমি খেলোয়াড়দের নিকট এটা স্পষ্ট করতে চাই যে, যদি খেলোয়াড়দের সঠিক দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে দলে জায়গা হবে না তাদের।”

তার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক সমালোচনা নিয়ে ওয়াকার বলেন, “অনেকেই আমার সিদ্ধান্তের সমালোচনা করছেন। ক্রিকেট যে দেশে বিশাল মর্যাদার অধিকারী সেখানে এমন পরিস্থিতিতে পড়া খুবই স্বাভাবিক। কিন্তু আমি যা কিছু করছি সব দলের প্রয়োজনেই।”

আসন্ন বাংলাদেশ সিরিজ নিয়ে ওয়াকার বলেন, “বাংলাদেশ সিরিজ খুব সহজ হবে না। অবশ্য আজহার আলি তার অধিনায়কত্ব পাওয়ার যথার্থতা প্রমাণের ভালো একটি মঞ্চ পেয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়