News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৭, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

মাওনা উড়ালসেতু উদ্বোধন শনিবার

মাওনা উড়ালসেতু উদ্বোধন শনিবার

গাজীপুর: গাজীপুরের মাওনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নির্মিত মাওনা উড়াল সেতু চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে শনিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটা ২০ মিনিটে বহুল প্রতীক্ষিত এ উড়ালসেতুটি উদ্বোধন করবেন।

নির্ধারিত সময়ের তিন মাস আগেই সেনাবাহিনী এ উড়াল সেতুটির কাজ সম্পন্ন করেছে।

রাজধানী ঢাকা থেকে ৬০ কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ৭০ কোটি টাকা ব্যয়ে ৪৫০ মিটার দীর্ঘ মূল উড়াল সেতু এবং আরও ৪৫০ মিটার অ্যাপ্রোচ সড়কসহ এ সেতু নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর।

ঢাকা ও চট্টগ্রামের বাইরে এটাই প্রথম উড়াল সেতু। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইউসিবির তদারকিতে দেশের শীর্ষস্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড সেতুটি নির্মাণ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়