News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৭, ১৯ জানুয়ারি ২০২০

খালেদাকে জবাব দিতে হবে: মতিয়া চৌধুরী

খালেদাকে জবাব দিতে হবে: মতিয়া চৌধুরী

শেরপুর: মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জবাব দিতে হবে, এমন বক্তব্য দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শনিবার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া বলেন, “শুনছি বেগম জিয়া বাসায় যাবেন, ছেলে ও স্বামীর কবর জিয়ারত করবেন। আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। যদি তাই হয়, তাহলে খালেদা জিয়াকে জবাব দিতে হবে, কেনো তিনি শতাধিক মানুষকে পুড়িয়ে মারলেন, কেনো তার জন্য স্ত্রী তার স্বামীকে হারাল, গর্ভবতী মা সন্তানসহ পুড়ে মারা গেল। অবুঝ শিশু পিতৃহারা হলো, আমার ভাই পঙ্গু হলো।”

তিনি বলেন, “হায়েনার স্বভাব হচ্ছে, তারা কাঁচা মাংস খায় না, মাংস পচলে খায়। একইভাবে বেগম জিয়া দেশের সাধারণ মানুষকে পছন্দ করেন না। পোড়া মানুষের গন্ধ তার পছন্দ। সেটাকে তিনি পারফিউমের মত মনে করেন। তাই তিনি পেট্রোল দিয়ে মানুষ মেরে সে গন্ধ উপভোগ করছেন।”

কৃষিমন্ত্রী আরও বলেন, “মোনাফেক, জালেম, জুলুমবাজ আর পাকিস্তানের সেবাদাসরা আজ এক হয়েছে। আর তার বিরুদ্ধে শেখ হাসিনা শান্তির জন্য, প্রগতির জন্য, উন্নয়নের জন্য, ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন।”

এর আগে সকালে উপজেলার কল্পনা সিনেমা হলে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি হুইপ আতিউর রহমান আতিক।

সম্মেলনের প্রথম অধিবেশনে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়