News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৯, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

রোববার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

রোববার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


ঢাকা: সিলেটে স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে রোববার সারাদেশে জেলা, উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে সরকারের লেলিয়ে দেযা পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলায় উদ্ধেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে সালাহ উদ্দিন আহম্মেদের সন্ধান, বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, দেশব্যাপী গণগ্রেফতার, নির্বিচারে গুলি, হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে দেশের গণমানুষের ও বিশ্ব সম্প্রদায়ের আহ্বান অনুযায়ী স্বাভাবিক রাজনৈতিক কমর্কান্ড পরিচালনার সুযোগদান এবং পদত্যাগ করে সকল দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
 
বিবৃতিতে আগামী রোববার সারাদেশে জেলা, উপজেলা ও মহানগরীতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়