News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

পরীক্ষার্থীদের ক্ষতির দায় বিএনপি-জামায়াতের

পরীক্ষার্থীদের ক্ষতির দায় বিএনপি-জামায়াতের

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের যে কোনো স্থানে একজন পরীক্ষার্থীরও কোনো ক্ষতি হলে তার দায় বিএনপি-জামায়াতকেই নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার ভিকারুননিসা নূন এন্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও বিক্ষোভের মধ্যেই এ পরীক্ষা শুরু হয়েছে। আমরা অবশ্যই রুটিনমাফিক পরীক্ষা নেব। এর কোনো ব্যাত্যয় হবে না। গত এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ দেশবাসীর পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ না দেয়া বা দিলেও পরীক্ষাকে এসব কর্মসূচির আওতামুক্ত রাখতে বলা হয়েছিল। কিন্তু তারা অবিবেচকের মতো গত তিন মাস ধরে রাজনীতির নামে ভাড়াটেদের দিয়ে পেট্রোলবোমা মেরে দরিদ্র-অসহায় শতাধিক মানুষ হত্যা করছেন, পঙ্গু করছেন, ভয়ভীতি সৃষ্টি করছেন।

নাহিদ বলেন, তারা ১৫ লক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সীমাহীন ক্ষতি করেছেন। তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছেন। সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর ক্লাস-পরীক্ষা চলছে না। তারা আমাদের নতুন প্রজন্মের লেখাপড়া বন্ধ করে অন্ধকারে ঠেলে দিতে চায়। আমরা জনগণের সর্বাত্মক সহযোগিতায় শিক্ষার উন্নয়ন এগিয়ে নেব। তিনি সকল পরীক্ষার্থীর সুস্থ্যতা ও সফলতা কামনা করেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পৌনে ১১ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়