ঢাকা: বিএনপির বেশিরভাগ নেতাদের বিরুদ্ধে মামলা থাকলেও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের বিরুদ্ধে কোনো মামলা নেই। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপির যেসব প্রার্থীরা প্রতিন্দ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। কিন্তু রিপন মামলা থেকে সম্পূর্ণ মুক্ত।
রিটার্নিং অফিসে দেয়া তার হলফনামা থেকে এতথ্য পাওয়া গেছে। সেখানে তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন, সাংবাদিকতা, লেখালেখি, গবেষণা ও প্রকাশক। তবে তার চাইতে তার স্ত্রীর সম্পদ বেশি বলে তিনি জানিয়েছেন।
হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, তিনি তার পেশা থেকে বছওে আয় করেন সাড়ে ৫ লাখ টাকা। এক্ষেত্রে তার পরিবারের লোকজনের আয় ৬ লাখ ১০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে রিপনের ঘর শূন্য থাকলেও তার পরিবারের এ খাতে আয় রয়েছে ৮ লাখ ২০ হাজার টাকা।
রিপন জানিয়েছেন, তার কাছে নগদ ৩০ লাখ টাকা আছে। তার স্ত্রীর আছে ৮ লাখ টাকা। এছাড়া পরিবারের অন্যান্যদের কাছে রয়েছে ২৫ লাখ টাকা। ব্যাংকে জমাকৃত রিপনের রয়েছে ৩ লাখ আর স্ত্রীর রয়েছে ১২ লাখ টাকা।
হলফনামা থেকে আরো জানা গেছে, রিপনের কোনো বাড়ি না থাকলেও তার স্ত্রীর নামে ৪টি অ্যাপার্টমেন্ট নির্মাণাধীন রয়েছে। যৌথ মালিকানায় রয়েছে ১৬টি। খামারে তার বিনিয়োগ আছে ১০ লাখ, স্ত্রীর ২ লাখ ও পরিবারের অন্যান্যদের ৩৫ লাখ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এটিএস