News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২০

নয়াপল্টনে পতাকা উত্তোলন করতে পারেনি বিএনপি

নয়াপল্টনে পতাকা উত্তোলন করতে পারেনি বিএনপি

ঢাকা: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেনি বিএনপি।
 
নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বেতনভুক্ত কর্মচারী আব্দুল জলিল জানিয়েছেন, স্বাধীনতা ও জাতীয় দিসব উপলক্ষে নয়াপল্টনে দলীয় পতাকা উত্তোলন করতে গেলেও পুলিশ আমাকে প্রবেশ করতে না দেয়ায় তা সম্ভব হয়নি।

তিনি জানান, ২৫ মার্চ বুধবার সকালে নয়া পল্টনে অবস্থিত দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আমাকে পল্টন মডেল থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আমি পল্টন থানায় কর্মরত (ভারপ্রাপ্ত) ওসি গোলাম মোর্শেদের সঙ্গে দেখা করি। তখন পল্টন থানার ওসি গোলাম মোর্শেদ জানায়, দলীয় কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে আমি কিছুই জানি না। এটা ডিসি স্যার বলতে পারবেন।

আব্দুল জলিল বলেন, “ওসি স্যারের নির্দেশনা মোতাবেক আমি ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করলে ডিসি স্যারও আমাকে জানায়, উপর মহলের নির্দেশনা ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।”

প্রসঙ্গত, ৩ জানুয়ারি রাত থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রেখেছে প্রশাসন। ফলে কার্যালয়ের ভেতর থেকে ৩ জানুয়ারি রাত ১১টার পর হতে কোনো কিছু বের করতে দেয়নি এমনকি কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
 
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়