বিএনপির ডিসিসি নির্বাচনে আসার সুযোগ নেই : বিএনএফ
ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করে তবে আন্দোলন নিয়ে তারা যে বাধার সম্মুখীন হচ্ছে তা কেটে যাবে। তবে বিএনপির নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। একথা বলেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘‘এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে আমাদের কোনো ক্ষতি নেই। স্বৈরাচারী সরকারের পতনের জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু সেই স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা বর্তমান সরকারের উপর ভর করেছে।’’
তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চের ভাষণ না দিলে বাংলাদেশ নামক ভূখন্ডের জন্ম হতো না। বঙ্গবন্ধুর পক্ষে ২৬ মার্চে স্বধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী।’’
আলোচনা সভায় বিএনএফের ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী মো. শফিউল্লাহ চৌধুরী বলেন, ‘‘নির্বাচনে ৮০ শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করা হোক।’ এসময় তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, ভোটাররা ভোট যাকেই দিক না কেন তারা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা হোক।
সভায় সভাপতিত্ব করেন বিএনএফের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব আতাউর রহমান খান।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম