ঢাকা: ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে শিক্ষা ক্যাডারের পদসমূহের বেতন বৈষম্য নিরসনের দাবিকে বিবেচনায় না এনে অধ্যাপক পদের বেতন স্কেল ও গ্রেড অবনমন করার প্রতিবাদে ও অন্যান্য দাবিতে রোববার ১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে ক্যাডার কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করায় প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের সকল স্তরের বেতন বৈষম্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে শিক্ষা ক্যাডারের বিভিন্ন স্তরের প্রায় ১৫,০০০ সদস্য ক্ষতিগ্রস্ত হবেন।
আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারের পদসমূহ আপগ্রেডেশনের দাবি জানিয়ে আসছে। এসব দাবি আদায়ে সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর ২০১৫, সকাল ১০টা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
সমিতি সূত্রে জানা যায়, শিক্ষা ক্যাডারের দাবিসমূহ: ১। ১ নম্বর গ্রেড: (র) মাননীয় প্রধানমন্ত্রীয় কর্তৃক অনুমোদনকৃত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ ১নম্বর গ্রেডের উন্নীতকরণ বাস্তবায়ন।
(রর) নায়েমের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান, শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যান, জেলা সদরের অনার্স/মাস্টার্স কলেজের অধ্যক্ষ পদ ১ নম্বর গ্রেডে উন্নীতকরণ।
২। ২নম্বর গ্রেড: (র) ১নম্বর গ্রেডের সঙ্গে সংগতি রাখার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নায়েম, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালকের পদসমূহ, অনার্স/মাস্টার্স কলেজের উপাধ্যক্ষ, শিক্ষা বোর্ডসমূহের সচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য পদসমূহ ২নং গ্রেডে উন্নীতকরণ।
(রর) সিনিয়র অধ্যাপকের পদসৃজন: প্রতিটি অনার্স/মাস্টার্স কলেজে প্রতিটি বিভাগে ১ জন করে সিনিয়র অধ্যাপকের পদসৃজনসহ সর্বমোট ২টি অধ্যাপকের পদ সৃজন।
৩। ৩ নম্বর গ্রেড: ১৯৮৩ সনের এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী অধ্যাপক পদ এবং নন-অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদ ৩য় গ্রেডে উন্নীতকরণ।
৪। ৪র্থ গ্রেড: ১৯৮৩ সনের এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা ক্যাডারের মতো সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদ ৪র্থ গ্রেডে উন্নীতকরণ।
৫। সিলেকশন গ্রেড/টাইম স্কেল: উচ্চ পদে পর্যাপ্ত পদ না থাকায় পদোন্নতির সুযোগ সৃষ্টি না হওয়া এবং বিষয়ভিত্তিক পদোন্নতির কারণে ক্যাডারের ভিতরের আর্থিক বৈষম্য নিরসনে পূর্ব প্রচলিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল।
৬। সুবিধাদি: প্রজাতন্ত্রের ২৯ ক্যাডারের একটি ক্যাডার হিসেবে অন্যান্য ক্যাডারের সংগে সামঞ্জস্যপূর্ণ সমতাভিত্তিক সুবিধা প্রদান। যেমন, অন্য ক্যাডারে প্রদানকৃত গাড়ি ক্রয়ের ঋণ ও রক্ষণাবেক্ষণ ভাতাদি।
এছাড়া ২৬ ক্যাডারের সঙ্গে ৬ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
নিউজবাংলাদেশ.কম/এসএআর/কেজেএইচ