রাবির ডরমেটরি ভবনের ছাদ থেকে ককটেল উদ্ধার
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমেটরি ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ডরমেটরির দুটি ব্লকের সংযোগ করিডরের ছাদ থেকে এটি উদ্ধার করা হয়।
ডরমেটরির ওয়ার্ডেন প্রফেসর ফজলুল করিম নিউজবাংলাদেশকে বলেন, “মঙ্গলবার সকালে ডরমেটরির এক নিরাপত্তা প্রহরী ককটেলটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সেটি নিয়ে গেছে। এ ঘটনার পর ডরমেটরির নিরাপত্তা আরো বাড়ানো হবে।”
তিনি আরো বলেন, “উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ডরমেটরিতে নেপালি তিন শিক্ষার্থী ও ভারতীয় এক গবেষক থাকেন। ভারতীয় গবেষক বর্তমানে নিজ দেশে অবস্থান করছেন।”
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবীর নিউজবাংলাদেশকে বলেন, “ডরমেটরির নিরাপত্তা প্রহরীরা মঙ্গলবার সকালে ককটেলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি নিস্ক্রিয় করা হচ্ছে।”
ওসি আরো বলেন, “‘কবে কে বা কারা এটি রেখেছে তা ধারণা করা যাচ্ছে না। কেউ আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এটি রাখতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








