News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৯, ২৭ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:৫২, ১৮ জানুয়ারি ২০২০

জাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদের  (ডি ইউনিট) ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র আট ঘণ্টার চেয়ে খানিকটা বেশি সময়ের মধ্যেই এ ফল প্রকাশ করা হয়।  

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ডি ইউনিটে ছেলেদের জন্য নির্ধারিত ২১২টি আসনের বিপরীতে দুই হাজার ১৪৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে মেয়েদের জন্য নির্ধারিত ১৫৩টি আসনের বিপরীতে এক হাজার ৫৬৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.juniv.edu/admissionresults পাওয়া যাবে।

এছাড়া মোবাইলের মেসেজ এর মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩  নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা বিশ মিনিট পর্যন্ত মোট ছয়টি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এ বছর জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৬৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৪১ হাজার ৯১ পরীক্ষার্থী।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়