News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৯, ২০ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২২:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২০

সুবিধাবঞ্চিতদের জন্য স্কুলপড়ুয়াদের উদ্যোগ: ‘প্রজেক্ট দৃষ্টি’

সুবিধাবঞ্চিতদের জন্য স্কুলপড়ুয়াদের উদ্যোগ: ‘প্রজেক্ট দৃষ্টি’

ঢাকা: ইচ্ছা আর উদ্যোগে যে অনেক কিছুই করা সম্ভব, তারই প্রমাণ রাখলো রাজধানীর ১০জন শিক্ষার্থী। নিজেদের জমানো টাকা আর কয়েকজন শুভাকাঙ্খির সহায়তা নিয়ে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর মীরপুর মাজার রোডে সুবিধাবঞ্চিত ৭০জন নারী ও শিশুকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চক্ষু সেবা দিয়েছে তারা।

নিজেদের এই উদ্যোগের নাম তারা রেখেছে ‘অনির্বাণ’। আর এই চক্ষু সেবার উদ্যোগটির নাম দিয়েছে-‘প্রজেক্ট দৃষ্টি’। অনির্বাণের পাশে স্বেচ্ছাসেবী হিসেবে প্রায় ৪০জন স্কুল পড়ুয়াও অংশ নেয়। এসময় অনির্বাণের ১০ সদস্যকে এ কাজে স্বেচ্ছায় সহযোগিতা করতে এগিয়ে আসেন তিন তরুণ চক্ষু চিকিৎসক।

স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ অনির্বাণের কো-ফাউন্ডার সানিডেল স্কুলের শিক্ষার্র্থী আনিকা আফরীন জানিয়েছেন, শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ‘অনির্বাণ’ পরিচালিত এই কার্যক্রমে স্থানীয় সুবিধাবঞ্চিত ৭০জন শিশু ও নারী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চোখ পরীক্ষা করানোর-সেবা পেয়েছেন।

মীরপুরের পড়শি ফাউন্ডেশন এসব শিশুদের শিক্ষা সহায়তা দিলেও স্বাস্থ্য সেবা থেকে এতোদিন বঞ্চিত ছিল তারা।

এ প্রসঙ্গে অনির্বাণের সদস্যরা জানিয়েছেন, এসব সুবিধাবঞ্চিত শিশুরা স্বাস্থ্য সেবার কিছুই পায় না। এ কারণেই তারা এমন একটি উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে তারা পরিবেশ নিয়েও কাজ করতে চান।

অনির্বাণের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ৭১ টিভি। স্পনসর হিসেবে পাশে ছিল এডিফিকেশন এবং রয়্যাল।  

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়