News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৩:৩০, ৬ অক্টোবর ২০২০

ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি

ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি

সিলেট: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি পরীক্ষার ফলাফল বর্জনের দাবিতে ২০১৪-১৫ ব্যাচের মেডিকেল শিক্ষার্থীরা শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে। একই দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের সামনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

শনিবার সিলেটে মানববন্ধন চলকালীন সভায় বক্তারা বলেন, পরীক্ষার আগমুহূর্তে ওয়াটস অ্যাপ ও ভাইবারের মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে। ২০০৬ সালের পর এইবার এতো বড় মাত্রায় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যারা দিনে ১৭-১৮ ঘণ্টা পড়াশুনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, তারা আজ পরাজিত হয়ে গেছে অসৎ লোকের অর্থশক্তির কাছে। তাদের স্বপ্নের সাথে প্রতারণা করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যখাতে চলে আসা এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান এবং আমাদের প্রাণের দাবি ফাঁস করা প্রশ্নে নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। ‘বাচাঁনো হোক স্বপ্ন এবং পরিশ্রমকে’।

এসময় উপস্থিত ছিলেন, মুখপাত্র তাহমিদ হাসান, বিপ্লব দে, নিরুপন প্রাঙ্গন, তারিফ বিন সালেহ, উত্তম কুমার, রিয়াদ প্রমুখ।

এদিকে রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মেডিকেল কলেজের সামনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি পরীক্ষার ফলাফল বর্জনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১২ থেকে আড়াইটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলে।

এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। তা না হলে রোববার থেকে আমরণ অনশনে যাবেন তারা।

বক্তারা বলেন, পরীক্ষার আগেরদিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করা হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল সাতটা ৫৯ মিনিট এবং আটটায়ও প্রশ্নপত্র আপলোড করা হয়েছে।  যে প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, সেই একই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।

বিক্ষোভ চলাকালে জাহিদুল ইসলাম, সারোয়ার জাহান, ইসতিয়াক নাঈম,  মাসুদ, ইফতেখার আহাম্মেদ, জেনি প্রমুখ বক্তব্য রাখেন।

বেলা ১২টার আগে থেকেই শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা পুরো রাস্তা দখল করে নেন। রাস্তার ওপর বসে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। পরে পুলিশ এসে তাদের রাস্তার এক পাশে সরিয়ে দেয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়