জবি: স্বতন্ত্র বেতন স্কেল, উচ্চশিক্ষা কমিশন গঠন এবং অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুরে অষ্টম বেতন স্কেলের প্রতিবাদে সমাবেশ ও র্যালি শেষে এক জরুরি সাধারণ সভায় এ ঘোষণা দেয় জবি শিক্ষক সমিতি। পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সব কর্মসূচিও পালন করবেন তারা।
এর আগে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কর্মবিরতি পালন ও সমাবেশ করেন জবি শিক্ষকরা।
সমাবেশে শিক্ষকরা বলেন, “অষ্টম বেতন স্কেলে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চরম অবমাননা করা হয়েছে। সাড়ে তিনমাসের (১৪ মে থেকে শুরু) আন্দোলনকে বুড়ো আঙুল দেখিয়ে মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদন দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে হুমকির দিকে ঠেলে দেয়া হয়েছে।”
সমাবেশে নীল দলের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, “শিক্ষকদের যেভাবে অবমূল্যয়ন করা হয়েছে তাতে তারা কোন কাজে অংশগ্রহণ করবেন না।” এসময় তিনি আসন্ন ভর্তি পরীক্ষা না নেওয়ার হুমকিও দেন।
আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মো. মনিরুজ্জামান বলেন, “অষ্টম বেতন স্কেল অনুমোদন নিয়ে শিক্ষকদের সঙ্গে লুকোচুরি করা হয়েছে। শিক্ষকদের অবমাননা করে একটি দেশের শিক্ষাব্যবস্থা চলতে পারেনা।”
সমাবেশের শেষে শিক্ষকরা অষ্টম বেতন কাঠামোর প্রতিবাদে একটি র্যালি বের করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মোড় প্রদক্ষিণ শেষে আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম