শাবিতে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ ডাকা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে সরকার সমর্থক শিক্ষকদের একাংশ।
রোববার সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হয়েছে, চলবে বিকেল পর্যন্ত।
আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি চললেও ভিসি সমর্থক শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও উপাচার্যের অপসারণ দাবিতে তিনদিনের কর্মসূচি শেষে এ কর্মবিরতির ঘোষণা দেন।
গত ১২ এপ্রিল শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে সরকার সমর্থক শিক্ষকদের একাংশ। পরে তারা ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ধারাবাহিক আন্দোলন শুরু করেন।
এদিকে শিক্ষকদের ওপর গত ৩০ আগস্ট ছাত্রলীগের হামলার ঘটনায় ভিসিকে দায়ি করে তার পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনও চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








