একটা সময় যখন কোনো দলই টাইগারদের বিপক্ষে খেলতে চাইতো না, তখন জিম্বাবুয়ে সিরিজের পর সিরিজ খেলেছে টাইগারদের বিপক্ষে। বাংলাদেশ দল এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট পরাশক্তি। কিন্তু ঠিক যেন উল্টো অবস্থানে জিম্বাবুয়ের ক্রিকেট। ঢাকায় টেস্টে ইনিংস ও ১১৪ রানে হারানোর পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও জিম্বাবুয়েক উড়িয়ে দিয়েছে টাইগাররা। একই ভেন্যুতে আগামী ৩ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের দাপুটে জয় তুলে নিয়েছে মাশারফি দলটি। টাইগারদের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৯.১ ওভারে ১৫২ রানে অলআউট হয় সফরকারীরা। বল হাতে বাংরাদেশের হয়ে সাইফুদ্দিন তিনটি এছাড়া মাশরাফি ও মেহেদী হাসান দুটি করে উইকেট নেন। মোস্তাফিজ ও তাইজুল নেন একটি করে উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন পর দলে ফিরেই সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাশ।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। এদিন দলীয় ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন লিটন।
তবে একই ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর চোটে পড়ে অপরাজিত থেকে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ১০৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২৬ রান করেন তিনি। এর আগে লিটন তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছিলন ২০১৮ সালের সেপ্টেম্বরে। দুবাইতে ভারতের বিপক্ষে ১২১ রান করেছিলেন তিনি।
এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে লিটনের সঙ্গে অর্ধশতক করার পর বিদায় নেন তামিম ইকবাল। ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬১ রানের মাথায় ওয়েসলি মাধেভেরের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন এই ওপেনার। পরে নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ২৯ করে টিনোটেন্ডা মাটুমবডজি ২৬তম ওভারে আউট হন।