News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ১ মার্চ ২০২০
আপডেট: ১১:২০, ২৬ সেপ্টেম্বর ২০২০

শাওনের সঙ্গে ঘর বাঁধলেন টয়া

শাওনের সঙ্গে ঘর বাঁধলেন টয়া

ছোট পর্দার অভিনেতা শাওনকে বিয়ে করলেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। 

গত শনিবার সন্ধ্যায় মিরপুরের ডিওএইচএস'র একটি  রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে তারা দুইয়ে মিলে এক হয়েছেন। আর জানুয়ারি ২৮ তারিখ শাওনের জন্মদিনে হয় বাগদান। বিষয়টি নিশ্চিত করেছেন টয়া নিজেই।

লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতেই শনিবার দিনটি বেছে নিয়েছেন তারা। 

গত বছর কোরবানি ঈদে একটি শর্টফিল্মে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমে থেকেই বিয়ে।

এ প্রসঙ্গে টয়া বলেন, বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার পরই আমরা পরিবারকে জানাই। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে শুভ কাজটি সম্পন্ন হলো।

শাওন বলেন, আজ দুপুরেই আমাদের বিয়ে হলো। তবে এখন আমরা যার যার বাসায় থাকছি। বিয়ের পরই আমরা প্রেমটা চালিয়ে যেতে চাই। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।

চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে টয়া জানিয়েছেন।

 

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়