News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১০:১১, ১ মার্চ ২০২০

চট্টগ্রামে ট্রাফিক বক্সে বিস্ফোরণে ২ পুলিশ দগ্ধ

চট্টগ্রামে ট্রাফিক বক্সে বিস্ফোরণে ২ পুলিশ দগ্ধ

চট্টগ্রাম নগরীর একটি ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেট মোড়ে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সার্জেন্ট মো. আরাফাত ও এএসআই মো. আলাউদ্দিন। আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, রাত সাড়ে ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ষোলশহর ২ নম্বর গেট মোড়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পুলিশ বক্সের ইলেকট্রিক সুইচ বোর্ড পুড়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত দুজন পুলিশ সদস্য দগ্ধ হন।

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমির জানান, নওশাদ, জাহিদ ও আকন নামে তিন পথচারীও ওই ঘটনায় ‘সামান্য আহত’ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়