News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৮:০০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘আমার মা’

আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘আমার মা’

আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আমার মা সিনেমা। এস জি প্রডাকশনের প্রযোজনায় ও শাহরিয়ার নাজিম জয়ের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব ও চিত্রনায়িকা ববি। নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা। 

অন্য অভিনেতাদের মধ্যে রয়েছেন আনহা তামান্না, সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যাণ কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী এবং শিশু শিল্পী টুনটুনিসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর সংষ্কৃতিমনা ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

গর্ভধারিনী মা’কে কেন্দ্র করে পারিবারিক টানাপোড়েন ও সামাজিক প্রেক্ষাপটের সমসাময়িক মৌলিক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি দেখে সেন্সরবোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের এ সময়ে এ ধরনের সিনেমা নির্মাণকে তারা সাধুবাদ জানান। 

প্রযোজনা সংস্থার চেয়ারম্যান মাহবুবা শাহ্রীন বিশ্বাস করেন, ‘আমার মা’ দর্শকদের মন জয় করবে এবং তাদের সচেতন হতে সহায়তা করবে। মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাদের মনে সচেতনতা সৃষ্টি করবে। সিনেমাটি শিঘ্রই মুক্তি দেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়